(দেশাত্ব্ববোধক গান)


এ দেশ আমার, এ দেশ তোমার,
তোমার, আমার প্রিয় স্বদেশ, স্বাধীন বাংলাদেশ।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।


এ দেশেই জন্ম আমার, জন্ম জন্মান্তর,
জন্ম যেথায়, মৃত্যুও সেথায়, স্বদেশ বাংলাদেশ।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।


এ দেশের আকাশ বাতাস, সবই আমার জান,
আকাশ দেখে স্বপ্ন দেখি, বাতেসেতে শ্বাস।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।


দেখে মুগ্ধ আমি, দেশের রূপ লাবন্য, নদ নদী,
পাখ পাখালি, মন ময়ুরী, বন বাদার।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।


নিত্য শুনি মন মাতানো ভাটিয়ালি, ভাওয়াইয়া,
লোকগীতি, পল্লীগীতি, কুকিলের কুহ তান।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।


এ দেশ আমার প্রাণ, এ দেশ আমার মান,
প্রাণের বাংলাদেশ, মানের বাংলাদেশ।
রক্তে গড়া এ দেশ আমার,
আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।।


মো. আব্দুস সামাদ।
০১-১১-২০২১