আজ সারাদিন বৃষ্টি বন্দী আমি
সকাল গড়িয়ে দুপুর অত:পর
বিকেল গড়িয়ে ক্রমে ক্রমে রাত,
রাতের প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর,
তবুও থামেনা, খোলেনা দুয়ার,
তাই কাটেনি বৃষ্টি বন্দী জীবন।


মেঘে ঢাকা আকাশ, বিষাদ বদন,
বৃষ্টির সুরেলা-বেসুরা আওয়াজ,
টিনের ছাদে বৃষ্টির পতনের শব্দ,
ছাদে গাছের ডালের অবিরত ঘর্ষণ,
ঘরের কোনে যতনে বেঁধে রাখা নিরব,
নিরবতা ভেঙ্গে যেন একাকার, চৌচির।


এত একাকিত্ব, দীর্ঘ অলস জীবন,
রাত জাগা পাখির মতো ঘুমহীন,
বিছানায় শুধু ছটফট, আনচান।
তারই মাঝেও কানে শুধু বাজে
সিলেট আর সুদুর সুনামগঞ্জের
বানভাসি মানুষের আত্মচিৎকার।


মনে হয়,  এখনি বেড়িয়ে পড়ি
অন্ধকার ভেঙ্গে, বৃষ্টির দোয়ার খোলে,
বিনাশ করে বৃষ্টি বন্দী এ দীর্ঘ জীবন।
ছুটে যায় বানভাসি মানুষের কাছে
আশ্রয়হীন, সম্পদ হারা মানুষের পাশে,
প্রমাণ করি, মানবতা এখনো সতেজ।


তারিখ- ১৮ জুন ২০২২