লক্ষাধিক মানুষের যাত্রা পথ
আদমপুর-মাধপুরের সড়ক পথ
শ্রীমঙ্গল-আদমপুরের যুক্তপথ
কালেঞ্জী-মাধবপুরের খেয়া পথ
ধলাই নদীতে সেতু চাই।


কৃষক মজুরের পন্যবাহক
হাট বাজারের গমন পথ
পাহাড়, টিলার বাগান পথ
দু'টি ইউনিয়নের সংযোগ পথ
ধলাই নদীতে সেতু চাই।


আলীনগর, মাধবপুরের চা পথ
শত শ্রমিকের মিলন পথ
কৃষক শ্রমিকের স্বপ্নীল পথ
নর নারীর কুলীন পথ
ধলাই নদীতে সেতু চাই।


ছাত্র ছাত্রীর কষ্ট লাঘব,
প্রান্তিক মানুষের জীবন ধারণ
কৃষকের পন্য বাহন আর
মনের দাহন কমাতে হলে
ধলাই নদীতে সেতু চাই।
সেতু চাই, সেতু চাই।।


06/11/2021
#########