চা বাগানের টিলার অন্তর,
ছায়া ঘেড়া সবুজ প্রান্তর,
অবসাদ দূর করার মন্তর।


চা গাছের সবুজ পাতি,
দুটি পাতা একটি কুড়ি,
তুলে নিয়ে ভরি ঝুড়ি।

ঝুড়ির পাতায় গুদাম ভরি,
তাতেই মিলে টাকা কড়ি,
সে টাকায় বাজার করি।


সে টাকাতেই সংসার গড়ি,
সে টাকায় দরকার সারি,
সে কড়িতেই ভোজন করি।


শ্রমিকের শ্রমেই আমরা চলি,
নিজেই নিজের কর্ম করি,
তাইতো আমরা চা শ্রমিক।।