যে জন কখনও হারায়নি তার প্রিয় স্বজন
সে কিভাবে বুঝিবে স্বজন হারানোর ব্যথা।


জীবন যার কষ্ট হীন, আজন্ম পুর্ণতায় ভরা,
সে কিভাবে বুঝিবে শূন্যতার কত ভার।
সেতো সারা দিন আপনারে লয়ে ব্যস্ত রয়,
মানুষের দিকে তাকাবার সময় যে নাহি তার।
শূন্যতার ভারকে বুঝিতে যে অনুভূতি লাগে,
অন্যের দিকে তাকাবার জন্য লাগে যে মনন,
আজও সে বাঁধিতে পারেনি তা নিজের মাঝে।


যে জন কখনও হারায়নি তার প্রিয় স্বজন,
সে কিভাবে বুঝিবে স্বজন হারানোর ব্যথা।


সেতো কভু হাঁটেনি পিচ্ছিল পথে বাদলার দিনে,
তাই আজও সে বুঝেনি পিচ্ছিলতায় কী যাতনা,
অন্যের যাতনা বুঝিবার তরে যে মন লয়,
আজও সে গড়িতে পারেনি সে মনের মত মন,
সে মন গড়িতে গভীর দহনে দগ্ধ যে হতে হয়,
মাটিকে পুড়াতে পুড়াতে কঠিন শিলা যেভাবে হয়,
মনকে পুড়াতে পুড়াতে দেখিবে মন সহমর্মী হয়।


যে জন কখনও হারায়নি তার প্রিয় স্বজন
সে কিভাবে বুঝিবে স্বজন হারানোর ব্যথা।