হে কবি তুমি মরণকে করিয়াছ জয়।
তাই আজ তোমার স্মৃতির স্বরণে
জাগিছে মানুষ, গাহিছে তোমারই গান।
অস্তিত্বের বিচারে তুমি নেই আজি,
কিন্তু স্মৃতিতে তুমি আজও আম্লান।
অনুভূতির বিচারে তুমি আজ পরবাসী
কিন্তু জাগরিত মানুষের অন্তরে অন্তরে।
হে কবি তুমি মরণকে করিয়াছ জয়।
তোমার কীর্তি তোমাকে করিয়াছে
দুর্লভ মরণজয়ী এক বীরের সম্মান।
তোমার কবিতার সুর আজও বাজে
বরাকের বাকে বাকে, লকতাক তীরে,
ত্রিপুরার বনে বনে, আর সিমান্ত পেরিয়ে
বাংলায় তোমার স্বজনদের মুখে মুখে,
তোমার কথা ও কবিতা আজও
মানুষের মনে মেখে দেই শীতল পরশ।
হে কবি তুমি মরণকে করিয়াছ জয়।
তুমি মানুষকে ভালবেসে, তোমার বুকে
দিয়েছিলি ঠাঁই, তাই মানুষও আজি
তোমাকে রেখেছে তুলে, মনের গভীরে,
পরম আদরে, তাদের স্মৃতির আয়নায়।
সেদিন তুমি গেয়েছিলে যাদের জয় গান,
তাদেরই যত গুণীজন, আজ ছুটিছে গাহিতে
তোমারই গুণগান, শুধু তোমারই গুণগান।
হে কবি তুমি মরণকে করিয়াছ জয়।


(আসামের  প্রয়াত কবি খাইরুদ্দিন চৌধুরী স্বরণে)