ওরে মানুষ, তাকিয়ে দেখ,
মওলার দেওয়া চোখটি খোলে।
তোদের আবাস. গ্রামগুলো যে,
ঠাঁই দাঁড়িয়ে থাকে ভালবেসে।
কেউ যায় না কাউকে ছেড়ে,
কেউ বকে না কাউকে ওরা।
হিংসা বিদ্বেষে নয় বিশ্বাসী,
ঝগড়া বিবাদ বুঝেনা ওরা।
শান্তি যেন ওদের ভূষণ,
কারো দোষ কেউ বলে না।
প্রতিযোগিতার নেইকো বালায়,
কারো অকল্যাণের নেই কামনা,
আছে শুধু একে অন্যে ভালবাসা।
গরম কালে যখন আসে,
শীতল করা মলয় বাতাস,
এ গাঁও বলে যাও ঐ গাঁ’য়ে,
আবার ঐ গাঁও বলে,
আমায় ছেড়ে যাও এ গাঁ’য়ে।
বাদলার দিনে রৌদ্র এলে,
এ গাঁও বলে যাও ঐ গাঁ’য়ে,
আবার ঐ গাঁও বলে,
আমায় ছেড়ে যাও এ গাঁ’য়ে।
আবার অসময়ে বৃষ্টি এলে,
এ গাঁও বলে যাও ঐ গাঁ’য়ে,
আবার ঐ গাঁও বলে
আমায় ছেড়ে যাও এ গাঁ’য়ে।
ঝড়ের দিনে তুফান এলে,
এ গাঁও বলে কষ্ট যত,
দাও আমারে, তবু একটু
এহসান কর ঐ গাঁ’য়েরে।
আবার ঐ গাঁও বলে,
তুফান ভাইয়্যা এ গাঁও ছেড়ে,
চলে এস আমার কাছে,
ধ্বংস তোমার যত ইচ্ছা,
চালাও শুধু আমার বুকে।
এভাবে যে, ভোগের বেলা,
নিত্য তাদের, শুধু থেলাথেলি।
আর যখন ত্যাগের বেলা,
নিত্য তাদের শুধু কাড়াকাড়ি।
ওরে মানুষ, তাকিয়ে দেখ,
মওলার দেওয়া চোখটি খোলে।