আমার মরণের কালে আসিও তোমরা
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।
তোমাদের ঐ পবিত্র মায়াবী হাতের পরশ
লাগিয়ে দিয়োগো আমার নিথর কায়াই।
শিয়রে বসে না কাঁদিয়া, দিয়োগো দোয়া,  
তরাইয়া যেন নেয় দয়াল মওলায় আমার।
কবরে, হাশরে, জান্নাতীরা যেরূপে থাকিবে,
আমারেও সেথায়, সেরূপে যেন রাখে।
আমার মরণের কালে আসিও তোমরা,
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।
গোসল ছাড়িয়া, কাফন পড়াইয়া আমায়
সাজিয়ে দিয়গো একটু যতন করে।
সাধের সরায়খানা থেকে বিদায়ের কালে,
স্বরণে রাখিও আমাদের সবার স্রষ্টা,
বড় দয়াবান, দয়াল মওলারে আমার।
আমার মরণের কালে আসিও তোমরা,
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।
কফিনে উঠাইয়া সরায়খানা ছাড়িয়া
বিদায় যাত্রা কালে থাকিও তোমরা
কফিনের পিছে, আমার সাথি হয়ে।
সম্ভব হলে কফিনে বুলিয়ে দিয়োগো
তোমার হাতের একটু মায়াবী পরশ।
তোমাদের সেই মায়াবি আদর দেখে,
দয়ার সাগর, দয়াল মওলায় আমায়
হয়ত ক্ষমা করিয়া দিলেও দিতে পারে।
আমার মরণের কালে আসিও তোমরা,
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।
জানাজার কালে তোমরা ইমামের পিছে
কাতারে দাঁড়াইয়া দোওয়াগো করিও আমার,
দয়াল মওলার কাছে, মনের দোয়ার খুলে।
সালাম ফিরাইয়া আর দেরী না করিয়া
নবীজির কথা মত কবরে যাইওগো নিয়া।
কবরে শুওয়াইবার কালে ক্বাবারও দিকে
পুরো ঘুরাইয়া দিয়গো আমার কায়া,
যাতে আমি কবরে শুয়ে শুয়ে,
সরাসরি কাবারে দেখিবার যেন পায়।
আমার মরণের কালে আসিও তোমরা,
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।
দাফন সারিয়া মোর কবর খানি একটু
জিয়ারত করিতে যেন ভুলিয়া না যাও।
ভুলিয়া যেওনা তোমাদের সাথে মোর
আবার দেখা যে হবে হাশরের মাঠে।
সেদিন হাশরের মাঠে তোমাদের নিয়ে
ক্ষমা প্রাপ্ত হয়ে প্রিয় বান্দাদের কাতারে
আমার মওলার সনে দাঁড়াতে যেন পারি।
আমার মরণের কালে আসিও তোমরা,
মনের দুয়ার খোলে, একটু কষ্ট করে।