হে মন তুমি আর এভাবে বারে বারে কেঁদোনা,
তোমার এ কান্না আমি যে আর সহিতে পারি না।
কান্না সহিবার যে শক্তি, সে তো মোর আর নেই,
ক্ষণে ক্ষণে উঠা, প্রিয়জনকে হারাবার ব্যথা,
আমায় প্রদত্ত, সহিবার সে শক্তিকে করিয়াছে লয়।
পৃথিবীতে আজ আমি বড় একা, দাঁড়িয়ে আছি
ছায়াহীন এক মরু প্রান্তরে, প্রখর রৌদ্রের তাপে
নিরস, বিবর্ণ হওয়া এক চেতনাহীন মানুষ।
হে মন তুমি আর এভাবে বারে বারে কেঁদোনা,
তোমার এ কান্না আমি যে আর সহিতে পারি না।
এ নশ্বর পৃথিবীতে জীবনের পরিধি যেভাবে নিয়ন্ত্রিত,
সেভাবেই নিয়ন্ত্রিত মানুষের চাওয়া পাওয়া।
কেহ ভোগ করে চাওয়া পাওয়ার পূর্ণতা,
আর কেহ ভোগ করে হঠাৎ করে বঞ্চনা।
সুন্দর ছায়া ঘেরা কোন বাগানের ছায়া গাছগুলো
হঠাৎ করে যদি সম্পূর্ণ উপড়ে ফেলা হয়,
তখন ছায়াহীন বাগানের গুল্মগুলোর হয় যে অবস্থা,
হঠাৎ প্রিয়জনকে হারিয়ে আমি  যেন
আজ ঠিক ঐ ছায়াহীন বাগানের গুল্ম সম।
হে মন তুমি আর এভাবে বারে বারে কেঁদোনা,
তোমার এ কান্না আমি যে আর সহিতে পারি না।
গভীর সমুদ্রে কোন এক ঝড়ের কবলে পরা
নৌযানের ইঞ্জিন যদি হয় হঠাৎ বিকল,
তখন নৌযানের আরোহীদের অবস্থা হয় যেমন,
তেমনি দিশে হারা আজ আমার জীবন।
চারি দিকে শুধু শুন্যতা আর শুন্যতা,
আমার পাশে আজ আছে শুধু তারা,
যারা আমার সমব্যাথী, সান্তনা প্রত্যাশী,
বিরহ ব্যাথায় কাতর, আমার অতি আপনজন।    
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যত
আজ রহিছে তারা নিজেদেরই লয়ে, দূরে,
বহু দূরে, শান্তনার ঝুলি শুন্য করে।
হে মন তুমি আর এভাবে বারে বারে কেঁদোনা,
তোমার এ কান্না আমি যে আর সহিতে পারি না।