আমরা সবাই ছোবলে আজ, গ্রাম্য কুটিল রাজনীতির,
নীতিহীন গ্রাম্য মোড়ল, কিছু কিছু ধর্ম গুরু,
আর তাদের পা চাটা, বিবেকহীন কিছু মানুষ,
নীতি জ্ঞান বিসর্জন দিয়ে সবাই খেলছে এই খেলাটা।
বিষাক্ত এই খেলার ফলে, পুড়ে যাচ্ছে সমাজটা আজ,
লক্ষ্য তাদের ধরে রাখা, সমাজ জোরে প্রভাব তাদের।
তাদের ছড়ানো বিষের ধোয়ায়, ছেয়ে গেছে আকাশটা আজ,
রাক্ষুসে ঐ অসুরগুলো, কুরে কুরে খাচ্ছেরে ভাই, মানুষগুলো।
সমাজ আর দেশটারে যে, নিয়ে গেছে রসাতলে, জাহান্নামে,
সালিশ আর বিধানের নামে রেখেছে সমাজটারে পঙ্গু করে।
এ কেমন মানুষ, অমানুষেরা, অবিচারকে বিচার বলে,
অন্যায়কে ন্যায় বলে, গায়ের জোরে অবিধানকে বিধান করে,
সুযোগ পেলেই ছোবল মারে, সাপের ফনা তুলে যে ভাই।
এদের হাতে কত যে মানুষ বসত-বাটি, জমি-জমা,
মান-সম্ভ্রম, ইজ্জত-আব্রু সব হারিয়ে নিঃস্ব হলো,
তবু তারা সদা থাকে ধ্বংস সুখের এক উল্লাসে।
আসুন সবাই ঐক্য গড়ি, রুখতে ঐ অসুরের হাত,
মানুষ নামের অমানুষদের উৎখাত করি সমাজ থেকে,
ধ্বংস থেকে উদ্ধার করি সমাজ আর দেশটারে ভাই,
তবেই হবে দেশটি মোদের সত্যিকারের সোনার দেশ।