শরৎ এলো শুভ্র সাজে
নদীর পাড়ে, কাশবনে,
শরৎ এলো ঋতুর রাজ্যে
ভাদ্র আর আশ্বিনে।


শরৎ এলো শুভ্র ভাঁজে,
পাগলপাড়া ঐ আকাশে,
শরৎ এলো মেঘের রাজ্যে,
ভেসে ভেসে গগনে।


শরৎ এলো বাদ্যের তালে
মৈতৈদের ঐ মন্দিরে,
ভক্তদেরই  নিবেদনে
বেদী মুলে সুর তুলে।


শরৎ এলো বরই গাছে
শুভ্র সুন্দর নাকফুলে,
মৌমাছিরা ছুটে বেড়ায়,
ফুলে ফলে, মাতাল সুরে।


শরৎ এলো বকুল তলায়,
শিউলি বনে গুনগুনিয়ে,
মন জুড়ালো, প্রাণ ভুলালো,
রোদ-বৃষ্টির খেলাতে।


শরৎ এলো সাজ সকালে,
তপন উঠে পুব আকাশে,
কুয়াছা ভেজা ঘাসের পরে
কিরণ হাসে খিলখিলে।


খোদার রাজ্যের ষড় ঋতু,
শরৎ তার একটি ঋতু,
মাঠ জুড়ে তাই, ধানের গর্ভে
ধানের শীষের প্রজনন।।