ফুলকপি, আলু ও টমেটো দিয়ে মাছের ঝোল,
সাথে যদি থাকে কাঁচালংকা, ধনে পাতা গোল,
স্বাদে, গন্ধে হবে যে অতুল, এটি না শুধু বোল।


মটরশুটি, বেগুন সাথে কাঁচালংকায় যদি কাঁদো,
তবে তাতে ইলিশের গাদা ও পেটি দিয়ে রাঁধো,
নিশ্চিত পাবে স্বাদ, যদি তা ধনে পাতায় বাঁধো।


পিয়াজ, গুড়োমসলা, চিংড়ি আর কাঁচালংকা,
সাথে দাও টমেটো, ফরাস, তাতে নেই কোন শঙ্কা,
স্বাদের চিংড়ি ভুনা খেয়ে, আনন্দে বাজাও ডঙ্কা।


চুলায় বসাও হাড়ি, তাতে দাও তেল, পিয়াজ কুচি,
দাও কাটা লাউ, হলুদ, নুন, জিরা, করিতে তা রুচি,
জল দিয়ে জাল দিলেই লাউকারী, ঢেকে দাও মুচি।