সোহাগি শীত আসলো দেশে
তাইতো, লেপ কম্বলে জাপ্টে ধরে,
লেপ কম্বল সরালে পরে
গায়ে হিমশীতল বাতাস লাগে।।


মায়াবি শীত আসলো উড়ে
উত্তর মেরুর বরফ গলা বাতাস নিয়ে,
সেই বরফকে সাড়াতে গিয়ে
তালের রস আগুনে পুড়ে তালমিশ্রি হলো।।


কুহকিনী শীতের ইন্দ্রজালে
আটকে গেছে দক্ষিন মেরুর দক্ষিনা বাতাস,
তা দেখেইতো গাঁয়ের বঁধু
চুলায় চড়ায় নানা জাতের পিঠের হাড়ি।।


তাই না দেখে ব্যাঙগুলোসব
লুকিয়ে গেল মাটির নিচে নিরাপদে, গর্তখুড়ে,
ঘাস বনের ঐ শিশীর কনাসব
খিলখিলিয়ে হেসে উঠে উলুবনের চুড়ায় উঠে।।