তোমার সাথে  ছিল না আমার কোন আড়া আড়ি,
আমার সাথেও নেই তোমার কোন ছাড়া ছাড়ি
তাইতো তোমার বাবার অন্তিম সয়ানে,
বা তোমার স্বজনের সেই উপ্তা বয়ারে
আমার হৃদয়, মন ছিল তোমার দুয়ারে।
থাক যত মান অভিমান আমাদের হৃদয়ে
আবর্জনা যতই জমুক আমাদের চরণে।
আশা ছিল আসিবে তুমি আমার বয়ারে
তোমার  দুরু দুরু আগমনের আওয়াজে,
কালের স্রোতে প্রবাহিত রক্তস্রোতে জমে থাকা
মলিন, অবাঞ্চিত, নোংরা যত, ধুয়ে যেত যতনে।


কিন্তু,  তোমার --- নীল রক্ত আসতে দেয়নি
আমার হঠাৎ আসা আজকের বয়ারে।
তোমার,  হৃদয় আর মন, ঘেষতে দেয়নি
আমার নরম  তুলতুলে লাল দুয়ারে।
তুমি থেকেছ একান্তই তোমার খোয়ারে,
আর আমি থেকেছি আমার দোয়ারে।
মাঝে নীল থেকে আরো নীলাভ হয়েছে
আমাদের মাঝে গড়ে উঠা ঠনঠনে প্রাচীরে।
তবে আমি নিশ্চিৎ, নিশ্চিৎ করে বলি,
তুমি হেরেছ, হেরেছ সময়ের সুক্ষ বিচারে।