ওগো সুহৃদ,  ওগো সুজন
নিত্য দেখ উদার আকাশ,
সমুদ্রের বিশাল রূপ,
আকাশ-সমুদ্র দেখার পরেও
উদাস কেন তোর মনটা।


নিত্য দেখ বিস্তৃত ঐ
বাড়ীর পাশের ফসলি মাঠ,
দূর সুদুরের বন বাদার,
মাঠ-বন দেখার পরেও
উদাস কেন তোর মনটা।


নিত্য দেখ কল কলে ঐ
বহতা নদী, ছড়া, নালা,
ছল ছলে জল প্রপাত,
নদী-প্রপাত দেখার পরেও
উদাস কেন তোর মনটা।


নিশ্বাসের নিত্য সংগী
জীবন সাথী লু বাতাস,
মায়ের আদর, বাবার স্নেহ
ভব সাগরে এসব দেখেও
উদাস কেন তোর মনটা।।


১০/১১/২০২১.