কখনও শত্রুর সাথে সন্ধি।
কখনও কোন নেতা হয় বন্ধি।
কখনও বা গড়ে মৈত্রী।
           রাজনীতি
কখনও জয়, কখনও পরাজয়।
কখনও সম্মান, কখনও বা অপমান।
কখনও বা কোন জাতির মুক্তি।
          রাজনীতি
কখনও করে নিষ্স,
কখনও চেনে সারা বিশ্ব।
কখনও বা রাখে অনেক স্মৃতি।
          রাজনীতি
কখনও জেল,  কখনও খেল।
কখনও ফাঁস, কখনও বা ইতিহাস।
কখনও বা নূতন সৃষ্ঠি।
           রাজনীতি
কখনও জনগন, কখনও শূণ্য মন।
কখনও হারায় সবি,
কখনও গড়ে নতুন জাতি।
           রাজনীতি
কখনও আধার করে শেষ,
কখনও বাচায় কোন দেশ।
কখনও নীতি, কখনও বা দূর্নীতি।
এসব নিয়েই রাজনীতি।