নিষ্প্রদীপ ঘাটে,
শান বাঁধানোর আলো খুঁজে বেড়ায় জনৈক হরহরি দাস,
ভগবান ভৈরবের পুজোয় নির্দিষ্ট করা  
তামসীর রং চিনতে ভুল হয় না যার অবেলাতেও,
পবিত্র তুলসীর আহ্নিক সূচীতে কোনদিনও
সময়ের পারদ উঠানামা করেনি এই নমস্য জনের,
দাসত্বের সবটা উজাড় করে তিনি ধনেশের অঞ্জলী গাঁথেন,
আশ্বাস শুন্য, উপবাসী আর নিরালম্ব হরহরি,
ঠাকুরের চাতালেই স্বর্গের বোধ পান যেন,  
জীবাত্মার গৃহীত পেশায় ধ্যান রত তিনিই একজন লৌকিক ঋষি।