আমাকে আমার মতন করে
কষ্ট দেয় না কেউ
যা কিছু কষ্ট মুদ্রা, জমছে হাতের তালুতে
ছিনিয়ে নেয় খুশী মানুষ
না কয়ে, না বলে
নৈমিত্তিক আহার আর জামা বদলের সাথে
মেটাতে পারি না কষ্টের বিবাদ
আলো কমে এলে
সুখী চোরেরা নেমে আসে উঠোনে আমার
পাহারায় ঘুমকে রেখেও জেগে বসে থাকি আমি
উইপোকাও কাটছে কষ্ট আমার
কি করে আগলাই বলতো
এই কষ্টের বান্ডিল।