এখানে কি করে এলাম... জানি না
আলগোছে কিছু অলস বাহানা
প্রলুব্ধ করে নিয়ে এলো আমায়
এই আসরে, এই শহরে
এসে দেখি, বাসিন্দা ছিলাম, গত বসন্তের আমি
ভুলে তো মানুষই যায়
ভুলে যাবার কাজও বড় শক্ত
তাই, চেনা সূর্যকে পাল্টে চাঁদ বসিয়ে দেখবো
সূর্যের অবেলায়, চোখ কতোখানি সহনীয়


এখানে কি করে এলাম... আমি তো জেনে আসিনি।