জাদুকর, জাদুঘরে
প্রত্নতত্ত্ব হয়ে গেছে নিজেই
জোস নেই হাওয়া করে ফেলা
পিংপং বল, রোজকার মতো
শিরীষের ছায়া শিশু
বসে আছে পার্কের বেঞ্চিতে
খুব দূরে নয় ঘরের জাদু
মেপে মেপে অল্প মাত্র পা
একসাথে এলো মানুষ ও বিকেল


নিদর্শনের গায়ে হাত না দেবার কথা
কিচ্ছুটি লেখা নেই, কোন খাঁচায়।