জন্মগত ত্রুটি নিয়ে প্রেম জন্মায় নি
জন্মের পর, ঠিক কিছু পরেই, ত্রুটিতে ফেঁসে যায় প্রেম
দোলক হয়ে উঠার প্রথম বয়স।


জন্মগত জাগরণ নিয়েও জন্মায় নি সে
জন্মের পর, তার শৈলীতে জাগরণের রূচি বসে যায়
দেহী হয়ে উঠার দ্বিতীয় বয়স।


জন্মগত জাল, ছিলো না তার
জন্মের পর, জাল বুনানির ফাঁক, তাকে জালক করে দেয়
দ্রোহী হয়ে উঠার তৃতীয় বয়স।


অপেক্ষায় যৌবন, বয়ঃসন্ধির কাজ প্রায় শেষ...