যখন তোমার শেষ হইবে আয়ু
নিঃশ্বাস তোমার দেবে না আর বায়ু।


সংগী সাথী দুনিয়ার সব যত
থাকবে সবাই আপন কর্মে রত।


শুনে সবাই তোমার মৃত্যুর খবর
আসবে সবাই দিতে তোমায় কবর।


শেষ দেখাটা দেখবে যত আপন
তাড়াতাড়ি করতে তোমার দাফন।


সংগী সাথী দুনিয়ার সব যত
থাকবে সবাই আপন কর্মে রত।


পৃথিবী তোমাকে দেবে ফেলে
আপন জনে দেবে দূরে ঠেলে।


কেউ তোমাকে করবে নাতো আপন
ব্যস্ত হবে করতে তোমায় দাফন।


গান বাজনা আর করে কত খেলা
সময় গেলো করে শত হেলা।


বাসতো ভালো যারা তোমার প্রেমে
থাকবে তারা নিরব নিথর থেমে।


শেষ হইবে কিস্ সা তোমার যত
বন্ধ করা পুস্তক খানার মতো।


কী করেছো? মুমিন কিছু জমা
মহান প্রভু করে যাতে ক্ষমা।


যখন তোমার শেষ হইবে আয়ু
নিঃশ্বাস তোমার দেবে না আর বায়ু।