কালবৈশাখী ঝড়ের মতন
উড়িয়ে নিয়েছিল আমায়
তোমার প্রেম, তোমার অট্টহাসি।
শিমুল তুলোর মত উড়তে উড়তে
কখন যে পৌছে গেছি সে রত্নদ্বীপে!
সে কথা আজও ভুলতে পারি নি।


অত:পর সেই দ্বীপ, সেই রাত, সেই ক্ষণ
আগ্নেয়গিরির লাভার মতন গলিত প্রেম
ভিজিয়েছিল তোমার শীতল শয্যা,
তোমার উরু সন্ধিতে ফুটিয়ে ছিল রক্ত জবা।


নেতিয়ে পড়া শরীরটাকে আবার যখন
করে তোলতে চেয়েছিলুম বেগবান
তখন তুমি হাত নেড়ে বলেছিলে-
থাক, অনেক হয়েছে।


এখনও সেই সময়কে করে যাই ক্রমাগত
মর্দন
অনুভবে অস্তিত্বে ফিরে পেতে চাই সেই
হারানো সময়।
ঘূর্ণি হাওয়ার আর্বতে ফিরে এসেছি
সেই পর্ণ কুটিরে আবার। তবে
ভুলি নাই সেই মোহনীয় ক্ষণ, ভুলি নাই কেঁপে
ওঠা অধর- নাচন।
এখনও এক শীতল অনুভূতি আমায়
জাগিয়ে তোলে পুরুষের মতন
এখনও তোমার বুকের উপর হাত চালাতে
নিশপিশ করে মন।