ক্যাকটাসের কাঁটায় লেখা নাম
হৃদয়ে পুরলেই ঘটে ক্ষরণ।
আগুনের লেলিহান শিখায়
ভাসে তার প্রতিচ্ছবি
ধরতে গেলেই ঘটে দহন।


ক্ষরণে দহনে আত্মহননে
চলেছি পর্যুদস্ত এক শহরের পথে
যেখানে কংকালময় কাঁটালতা
আমাকে জড়িয়ে রাখে।


বিদীর্ণ আকাশ দেখায় ব্যাথা ভরা বুক,
বিদ্যুতের ঝলসানো আলোয়
লেপ্টে থাকা বিভৎস মুখ।
মাঝে মাঝে আকাশকে নিজেরই
প্রতিচ্ছবি মনে হয়।


ঝলসিত, বিভৎস হাতে কি আর মানায়
স্নিগ্ধ কোমল রক্ত গোলাপ?
আমি না হয় তারই হলাম
আর সে ই বা না আমার হলো।