পালকি চলায় বিদায় বেলায় চাইতে যদি ফিরে -
লাল আল তাতে লাল শাড়ি তে কাজল আঁখি নীড়ে।
দেখতে পেতে পুবের বেলা
হইয়া আমি হানছে হেলা -
বলছে ডেকে বনের ফুলে এই জনমের শেষে....
আসবে তুমি কিশোরী হয়ে আবার আমার দেশে।


থাকবে আবার কিশোরী কাল-
গোলাপ হইয়া ফুটবে ও গাল,
কইবে কথা আঁখি নীড়ে -
উঠবে হাসি মুখের ভাড়ে।
সেই জনমে তোমার হবো...
মুখ নেড়ে গো কথা কবো -
হারাবো না আর থাকবো তোমার শত জনম ধরে -
না হয় শুধু হারালাম আমি এই জনমের তরে।



আর জনমে তোমারই হবো...
গোমতীর পথে দাঁড়াইয়া রবো।
ফুরা বার আগে চির মধুমাস...
তোমার মাঝারে গরিব গো বাস।
আনবে হাতে বেঁধে নূপুর...
ঘাটে র পারে কাটাবো দুপুর...
এ জনম দিলাম যাত নাতে তোমায় সেই জনমের আশায়...
আমরি কাষ্ঠে পুড়িলে তুমি পোড়া ছাই হইয়া পাইবে আমায়।


না হয় আবার সেই জনমে...
খুঁজবো তোমায় পবন হয়ে...
ধুপের মতো উঠবে ফুঁ পে...
পোড়া কাষ্ঠের যাত নায় ছেপে ...
হইবে শুধু সেই জনমে কেবল ভালবাসা-বাসি,
হারাবো না আর জন্মাত রে ১ জনমের বেশি।।


তুমি হইবে উদাস যমুনা...
আমার কেশে হইবে জমা...
শুকোবেনা আর  সপ্ত তটিনী..
এই জনমে না হয় সাধি নী....
তৃষ্ণা জাগিবে হৃদয়ে মোর...
প্রেম-যমুনায় হবে ফুল ডোর...
বহিয়া চলিব স্রোতের ধারায় চির-জনমের তরে -
এই জনমের পরে আর তুমি হারাইবে না মোরে।


ইরা নি বালিকা হইবো আমি....
দু-চোখে থাকিবে অমৃত নদী...
করিব দান জীবন ভরিয়া ই..
শুকনো তোমার মরুর দরিয়ায়
জন্মিবে মরুতে তোমাতে আমাতে -
ছুঁইবো যখন প্রেম-আশাতে....
উঠবে তখন আকাশ চিরিয়া
মরুর বনে বৃক্ষ ভরিয়া.
গড়িবি ঘর একাকিনী আমি যাইব দরিয়া পারে...
দারাই-ও তুমি সেই দরিয়ায় এই জনমের পরে ।


আবার তোমার বাঁশির সুরের ধ্যায়ানে.....
বৃন্দাবনে জাগিবে মোর কাঁচা ঘুম একাকী শয়ানে।
গভীর রাতে অবাক তোমার সুরের টানে....
চলিয়া আসিয়া মগ্ন ধ্যায়ানে....
বলিবে তুমি- রাধিকা লো তোমার মাঝারে কি আছে-?
সদায় কেন বাসরের বাঁশরী তোমার সুরের সুরেতে সুর বাজে।
প্রভাত হবে ধরার বেলায় মনের প্রভাত নাহি হয়...
এই জনমে হারালাম আমি আর হারাবার নাহি ভয়।


চিরনিদ্রা ভেঙে উঠবো আবার....
হয়ে মরমী রানী মহল আগ্রার....
রাজ পাথরের ভাঁজে ভাঁজে...
প্রেম স্মৃতি উঠবে বেজে ।
সেই জনমে গড়িবে তুমি তোমার রচিত তাজ মল-
শ্বাস নিবো সেথায় হাঁটিব নূপুরে রিনিঝিনি-ঝলঝল
বাঁচবো সেবার অনেক বছর...
খই বে আবার তাজ-মহলের কংক্রিট-খড়
তাজমহল সেবার খইয়া যাবে...
একের পরে এক শতাব্দী ফুরা বে
মরিব না সহজে তোমারে ছাড়িয়া আমি হবো -হারা শাহজাহানের ফিরে পাওয়া মোম তাজ।
সে জনমে সাজবো তোমার জন্য -শুধু এই জনম টা অন্য র থাক।।


আবার হবো ভিন্ন দেশী....
শিরি হবে নাম মোর অচেনা হবে তুমি -
আমারি মূর্তি গড়িবে আবার স্বপন পাড়িয়ে আসিবো কাছে...
তৃষ্ণা থাকিবে বুকেতে যতো মিটা বে চাহিয়া মোর  মুখে।
চিরকাল চিরদিন আমি তোমার হইয়া রবো..
ভিন্ন দেশে ভিন্ন বেশে ভিন্ন নামে কথা কবো।
হয়ত জন্মিব পশ্চিমের দেশে পূব অথবা উত্তরে-
তোমার-ই হবো কেবল আমি ছুটবো তোমার নাম ধরে।
কেবল দূরে সরে গেলেই একটি জনমে তোমায় ১০০ জনমে পাবো আমি...
পারু হইয়া তাই দূরে রহিলাম এই জনমে নিয়ে আড়ি।
আবার আসিবো শতবার আমি শত জনমের তরে..
তবুও কাঁদো কেন? বারে বারে পার্বতী নাম ধরে..?
ওহে- পার্বতী হারা মোম তাজ রানী "রাধিকা-রায়
তুমি বুঝিয়া ও বুঝিলে না হায়......
এই জনমের পরে আমার আর জনম নাই।।


(২৭ চৈত্র ১৪২৭)