ওরে সব শালারে ধর,
ওরে সব শালারে ধর,
যারা চুরি, ডাকাতি, দুর্নীতি করে
ওদের ধোলাই কর।


যেন সাহস না পায় তোদের টাকায়
ফুটানি করে চলতে,
তোরা সুযোগ দিবি না তোদের ওপর
উঁচু গলায় বলতে।
যদি আওয়াজ করে তবে তাদের
গলায় টিপে ধর।
ওরে সব শালারে ধর।


এসব রাজার কুকুর রাজার মতো
করবে অনেক ভাব
এরা চোখ রাঙিয়ে মুখ পাকিয়ে
সাজবে নবাব সাব।
তবে এমন স্বভাব দেখলে ওদের
পাছায় আগুন ধর।
ওরে সব শালারে ধর।


যদি রাজা আসে এমন কাজে
লড়তে থাকিস রাজি,
রাজা হতেই পারে সেয়ানা তবু
তোরাও বটে পাজি,
রাজা এসে যদি পাকনামি করে
লাগাবি গালে চর।
ওরে সব শালারে ধর।


মনে রাখিস তোরা এসব রাজা
তোদের টাকায় চলে,
আর তোদের পেটেই লাথি দিয়ে
তেলেসমাতি খেলে।
এমন চোরের গলায় জুতা দিয়ে
রঙিন মিছিল কর।
ওরে সব শালারে ধর।


আমি দেখিয়ে দিলাম, তাদের যদি
না পারিস ধরতে,
তবে উপদেশ দেবো তোদের আমি
পানিতে ডুবে মরতে।
না হয় রাস্তার পাশে শূলি টাঙিয়ে
সেটায় ঝুলে পড়।
অথবা সব শালারে ধর।