প্রেমিক হবার ইচ্ছে ছিলো না আমার
কিংবা তোকে প্রেমিকা করার
ইচ্ছে ছিলো না তোকে মন কুঠিরে সম্রাজ্ঞী করা,
নিজেকে এক প্রকার জিইয়ে রেখেছিলাম নিজ
ভূবনে রাজা ভেবে কবিতার সাথে,
কবিতা আমার প্রেম,আমার নেশা,বেঁচে থাকার অবলম্বন।
প্রথম যেদিন পরিচয় তোর সাথে
তোর হাঁসি তোর সুর তুলে বলা
খুব করে নাড়া দিয়েছিলো আমার কবিতার মাঝে,
ধীরে ধীরে জড়ালি তোর প্রেমে আমাকে
পর করলি কবিতা আমার চেতনা থেকে,
একটা বিশ্বাস করেছি বোপন
যেমন করে মা তার সন্তানকে ভালোবেসে বুকে বাঁধে।
তুইতো ভালোবাসা শিখালি
আমি কি চেয়েছিলাম তোর বাসর?
তবে কেন আজ এই পরিনতি
চলে গেলি অরন্যের পাখির মত
ক্ষুধা নিয়ে বের হলি রাত হতেই ফিরে গেলি।
শোন তোকে বলি___
একজন বেশ্যাও কর্ম খাতিরে তার গ্রাহককে
সুনিপুণ ভালোবাসা দেয়,যাতে সে আরেকবার আসে।কিন্তু তোর
মাঝে তা কিছুই পেলাম না খুঁজে।তবুও
দোয়া রইলো যেখানে থাকিস ভালো থাকিস।
আর হ্যাঁ___আমার কবিতা আমাকে ছেড়ে যায়নি তোর মত করে।
এখনো সে আমার।আমি মরি তার তরে।।



বিঃদ্রঃ মানুষ যত ভালো বা খারাপ হোক না কেন ভালোবাসা সবার ভেতর
সবার জন্য সমান।শুধু ঘৃণা যদি করি তার কর্ম/পাপ।সে মানুষটাকে/
পাপীকে নয়।এখানে কবিতা বলতে নিজ লিখা কবিতার কথা বলা হয়েছে। আর হ্যাঁ আমার এই লিখা কবিতা কোন ব্যক্তিকে জড়িয়ে লিখা নয়।সম্পূর্ণ নিজস্ব ভাবনা থেকে রচিত।