দূর পাহাড়ের মেয়ে তুমি দুর পাহাড়ে থাকো
রুপার মতো হাসো তুমি মোখ লুকিয়ে থাকো।


বৃষ্টি এলে বনের মাজে নাচো এলো কেশে
চুপটি করে ময়ূর তখন তোমার নাচন দেখে।


জোট রাতে ঝীলের বোকে তোমার ছায়া পরে
তোমায় দেখে বনের গাছ মোখ লুকিয়ে হাসে।


অন্ধ রাতে চকির কোনে ঘুমিয়ে কাটে রাত
সকাল হলে পাখি বলে কেমোন কাটলো গো রাত


তোমার চুলে জবা ফুল তরু লতার সাজে
পায়ের নুপুর হাটার ছলে জুন জুনিয়ে বাজে।


তোমায় নিয়ে কিশোর ছেলে স্বপ্ন দেখে দিন দুপুরে
তোমায় দেবে ফুলের মালা তাই বলে সে ভেবে মরে।


তোমার নামটি তোরা বলে একশ তোরা তৈরি করে
তোমায় দিবে পথের পারে তাই ভেবে সে বেরিয়ে পরে।


মাজ পথেতে বিষাক্ত শাপ হটাত পায়ের নিচে
নীল বিষে তার শরির টাকে মারছে পিষে পিষে।


দুঃখ্য তোমার চিরো সাথি ঝর্ণা তোমার সঙ্গী
মিষ্টি তোমার চাহনি তেই তাকে দিবে মুক্তি।