আমি বসে আছি অন্ধকারের মাঝে
তখন চাঁদের রূপালী আলোয়
আলোকিতো হয়ে য়ায় ধরনি..।
আমি ভূলে যাই অন্ধকার কে.
মন রেঙ্গে যায় রূপালী আলয়।
হটাত একটুকরো মেঘ এসে
ঢেকে দেয় চাঁদ.......
শুরু হয় মুষল ধারে বৃষ্টি
ভূলে যাই সেই রূপালী অালোকে
আমি উপভোগ করি বৃষ্টিকে।
যখন পূর্ব দীঘন্তে দেখা যায় উষার আলো
ফুরিয়ে যায় মেঘ
দেখা যায় রংধনুর সাত রঙের অর্ধ বৃত্ত
আমি ভূলে যাই বৃষ্টি কে
গায়ে মেখে উষার আলো
মাথার উপরে যখন সূর্য
আমি হাটছি হাজার বছর ধরে...
এই পৃথিবীর পথে।।।।
তখন অামার যৌবন উতলে পরে
তখন আমার সময় কেটে যায়
নদীতে সাতরে সাতরে।।।
আমি ভূলে যাই আমি আমি কে
সূর্যের আল্ট্রা ভয়েলেট রশ্নি যখন
আমার গায়ের চামরা বেদ করে হাড় স্পর্শ করে আমি মনে করতে চেষ্টা করি
আমি কে???
তখন বিকাল হয়ে যায় আমি তখন ক্লান্ত
বসে পরি কোন এক পার্কের বেঞ্চে।
হিসাব মিলাতে চাই কি করেছি
হাটতে হাটতে।
কিছুতেই মিলছেনা হিসাব
কারন আমিযে সব ভূলে যাই।
তখনি নেমে অাসে সন্ধা
আমি যে এই যগতে একা
মনে পরে সব ব্যাথা
তখনি আসে পাসে তাকিয়ে দেখি আরে আমি যে বসে আছি অন্ধকারের মাঝে
একা