এ অচেনা শহর আমাকে আপন করতে পারেনি-
দিতে পারেনি একটি প্রশান্তিময় রাতের ঘুম।
ইট,পাথরের মাঝে শুধুই স্বপ্ন ভঙ্গের প্রতিযোগীতা।
চাইলেও দেখতে পারিনা নীল আকাশটা,
শুনতে পাইনা সে কিশোরীর দুরন্ত হাসি।


আমি আবারো বুকভরে নিঃস্বাস নিতেচাই।
হাটতে চাই নরম ঘাসের গালিচার উপর,
শুনতে চাই নদী বয়েচলার শব্দ।
দেখতে চাই জ্যোৎসনার উপছেপরা আলো
আর স্বপ্ন বাঁধতে চাই দু’নয়ন ভরে-
যা হয়তো ভেঙে ছিল ইট,পাথরের শহরের মাঝে।