মৃত্যুকে ঘিরে জীবনের ছায়া,
স্মৃতি রূপে ফাঁদ বিছিয়েছে মায়া
                              মনের অন্ধ দ্বারে।
কেবলই বিলাপ,আর কিছু নয়,
মোহের আগুনে সবই শেষ হয়
                        একে একে বারেবারে।
এ শ্রাবনপ্রাতে, আমার হাতে
কিছু দাও  ,        জীবন সমীকরণ,
খুঁজে যদি পাই কোথা মোর ঠাঁই
                      করিব অনশন আমরণ।


                 *****
                             কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার নিবেদন।