কোনো এক অচেনা পথ ধরে আমি হেটে যাবো দূর থেকে অনেক দূরে
হয়তো সেদিন থাকবেনা কোনো কোলাহল,
আমি চলতে থাকবো নীরবতাকে সঙ্গী করে
কোনো এক অচেনা পথ ধরে। .........
আর কখনো দেখা হবেনা আমার সেই ছোট্টবেলার সাঁতার কাটা ইছামতি,
নদীর তীরে ফোটে থাকা ধূসর কাশ ফুল ,
নদীর বুকে বয়ে চলা পালতোলা নৌকা।
এখন কি আছে সবই ?
নাকি হারিয়েছে কোনো অচেনা পথে।