আজ ঘুরছে চাকা চলছে গাড়ি আগের মতোই সব,
আজ হাট বাজারে যেখানে ই যাই সবখানে উৎসব!
এই মানুষের ভিড় যায় না ঠেলা দোকান শপিং মলে,
আর মাঠে ঘাটে আগের মতোই চায়ের আড্ডা চলে!
.
করোনা শুধু ভর করছে ক্যাম্পাসে আর স্কুলে,
তাইতো বুঝি কর্তৃপক্ষ দেয় না এসব খুলে!
.
সেশন জট টা ভালোই কাটছে একই ক্লাসে পড়ে,
অনলাইনে ক্লাস করছি মস্ত ঘুমের ঘোরে!
ফেইসবুক আর গেইম খেলে তাই হচ্ছে সময় পার
বড় হয়ে নেতা হব পড়ার কি দরকার?
.
করোনা আজ পায় লজ্জা লোকাল বাসে উঠে,
গাদাগাদি যাত্রী নিয়ে চলছে গাড়ি ছুটে!
রেল স্টেশন টার্মিনালে মানুষ পাগলা ঘোরা,
রাস্তাঘাট ও আগের মতোই যানজটে থাকে ভরা!
.
সারা দেশে মানছে সবাই চরম স্বাস্থ্য বিধি,
লকডাউনে ও হরহামেসাই চলছে বিয়ে সাদী!
মিছিল মিটিং চলছে নাকি স্বাস্থ্য বিধি মেনে,
এই রং তামাশার শেষ টা কোথায় কে বা ভালো জানে!