রোববারের অলসমতি সকালবেলা
গৃহকোণে বিলম্বিত লয়ে সুরসাধনা।
আকাশে উজ্জ্বলশুভ্র মেঘপুষ্প রাশিরাশি
রেম্পে ফ্যাশন সুন্দরীরা আমোদ বিলাসী।
দুপুরবেলায় উত্তরপূর্বের আকাশে কালোমেঘের
আনাগোনা, শ্রাবণের ঝরঝর শীতল বারিধারা।
ভেজা মাটি, শস্যঘ্রাণ বাতাসে
রাতের আকাশ নরম আলোয় ভাসে।
আজ বাইশে শ্রাবণে
বসে আছি নির্জনে
হারানোর ব্যথাসুর নিয়ে বুকে।