আজ আকাশে পূর্ণ শশী
খুশিতে ভাসে কালো নিশি।


আজ গুরুপূর্ণিমা, সবাই করে গুরুভজনা।


তনমনচিত্তে আজ হই নিবিড় ধ‍্যাননিমগ্ন
বাহ‍্যজ্ঞান লুপ্ত, গভীর অন্ধকারে নিমজ্জিত।


দেখিতে পাই চারিধারে ঘনাইছে আঁধার
তারমধ‍্যে যেন দাঁড়িয়ে আছে এক বৃক্ষ বিরাট
ফলে ফলে ভরা শাখাপ্রশাখা; হিংসা দ্বেষ রাগ
ঘৃণা ঈর্ষা লোভ লালসা। যেন বিষবৃক্ষ।


তনমনচিত্ত ডুবে আছে, গভীর ধ‍্যান হয় গভীরতর,
মনের মধ্যে আকুলিবিকুলি সত‍্যশিবসুন্দরের প্রতি।


অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায়,
আলোর কিরণ সুস্পষ্ট হয়,
উদ্ভাসিত আলোকে গুরুর আবির্ভাব।


জ্ঞানবীজ রোপণ করলেন হৃদয়মনে, বীজমন্ত্র দিলেন। বললেন, বীজ থেকে গাছ হবে, ফুলে ফলে ভরপুর; প্রেম, ভালোবাসা, অনুকম্পা, দয়া, মায়া, মমতা।


যাবার সময় বিষবৃক্ষটি নিয়ে চলে গেলেন।


আহা, তারপরই ধ‍্যানভঙ্গ হল, স্বপ্নভঙ্গ হল।