আজ সকালে বোলপুরের আকাশ/
সারা গায়ে মেঘ মেখে/
নিমগ্ন বিষণ্ণ চিত্তে।


রবিবার দিন, রবির দেখা নেই/
মেঘের আড়াল থেকে শোক যাপন/
আজ যে বাইশে শ্রাবণ।


মেঘের কান্না ঝরে পড়ে বিন্দু বিন্দু/
আজ সরোবরে, নদীজলে, কৃষিক্ষেতে/
খড়ের চালে, মেঠোপথে।


আশি বছর আগে আশি বছর বয়সী/
রবির এইদিনে মহাপ্রয়াণ/
বিশ্ব হয়েছিল নিঃস্ব, নির্বাক।


আজ সারাদিন খুঁজে বেড়াই রবিকে/
বোলপুরে, রাঙ্গামাটির দেশে, শান্তিনিকেতনে।


খুঁজে বেড়াই কোপাই নদীর বর্ষার উচ্ছ্বল জলে/
নদীপাড়ে বসা সাঁওতাল যুবকের বড়শির ছিপে/
পাশের সবুজ প্রান্তরে চড়ে বেড়ানো ধেনুদলে।


খুঁজে বেড়াই উচ্ছ্বলিত ঝরণার কলতানে
জলে ভেজা উচ্ছ্বসিত জনতার কোলাহলে।


খুঁজে বেড়াই সোনাঝুরি হাটে বিচিত্র/
সব হাতে তৈরি পসরা মাঝে/
সাঁওতাল রমণীর ঝুমুর নাচে/
বাউলের জীবনের জয়গানে।


আজ সারাদিন খুঁজে বেড়াই রবিকে/
বোলপুরে সবুজমাঠে নদীঘাটে/
আকাশে বাতাসে, জনজীবনে/
বাইশে শ্রাবণের বিষাদমাখা দিনে।


আমি যে আজ বোলপুরে।