অত‍্যয় আশঙ্কা, জাগে প্রত‍্যয় বজ্রকঠিন।
ভয় থেকে ভয় নয়, সদা রহি অকুতোভয়।


অসীম অবিচল সত‍্যাসঙ্গ প্রতিদিন,
চিত্ত হাসে নির্ভীক নির্ভয় নিত‍্যদিন।


জীবনপথ এক বিচিত্রগামী বিচিত্রিত চিত্রপট,
নয় শুধু কুসুমে কুসুমে আস্তীর্ণ।
আরোহন - অবরোহন বেয়ে অজানা কন্টকে
কন্টকে থাকে যে আকীর্ণ।


কামক্রোধ, গৃধ্নুতা ঘুমিয়ে আছে রক্তমজ্জায়,
না জাগার শপথ আছে প্রজ্ঞায়।


অন‍্যায় অবিচার সাজানো সাজা বহিষ্কার,
আমি আছি দৃঢ়প্রতিজ্ঞ আমৃত্যু,
সম্মুখ সমরে।


ভয় নয়, সদা রহি অকুতোভয়।