আজ আষাঢ়ের প্রথম দিন,
বর্ষা এলো রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নিয়ে,
ঘুমের মাঝে শীতল পরশের চাদরখানি
তুলে নিলাম গায়ে।


সূর্য আজ লুকিয়েছিল কালো মেঘের আড়ালে
প্রভাতবেলায়
ঝির ঝির করে বৃষ্টি ঝরে পড়ল
সারা সকালবেলায়।


প্রাতঃভ্রমণে আজ আর যাওয়া হলো না,
টাপুর টুপুর বৃষ্টি ঝরে সরোবরের নীল জলে,
দেখা হলো না।


হোয়াটসঅ্যাপে ভেসে আসা বর্ষার গান শ্রবণে
কাটে সকালবেলা, মন ভরিয়ে দিল পন্ডিত অজয়
চক্রবর্তীর কন্ঠসুধা।


স্বস্তিস্বাচ্ছন্দ‍্যে কাটলো রোদ্দুরহীন দিনবেলা,
আকাশে সাদাকালো মেঘের শুধু খেলা।


ট্রেন বাসের নেই দেখা, ওলাউবেরে যাচ্ছেন
জামাইবাবা, গাঁটের কড়ি বেশ হয়েছে খরচা।


হিমঘরের রুপোলি শস্য
অনলজলে দগ্ধ, রসনাতৃপ্তিতে মত্ত।


ইয়াসের দুঃখমাখা ঝড়ের গন্ধ বাতাসে,
ভরা কোটালের নোনাজলে ভাসে
কৃষিক্ষেত, বসতবাড়ি, পশু, পথপ্রান্তর।


দুয়ারে ত্রাণসেবা, মানুষের পাশে মানুষ,
বর্ষা শেষে সোনালী ফসলের আশা।