তুমি জন্মেছিলে বন্দীমাতার কোলে
দেখেছিলে বেদনায় ক্লিষ্ট জাতির মনপ্রাণ।


মুক্তি আস্বাদিতে জাগিয়েছিলে জনহৃদয়ে
বাঁধনছেঁড়ার গান।


অতঃপর সমুদ্রসৈকতে নিমগ্ন হলে
অতিন্দ্রিয় সাধনে,


জন্মমৃত‍্যুর রহস‍্যচক্র ভেদি
নিয়ে এলে দৈবজ্ঞান,


ইন্দ্রিয়তাড়িত জৈব রসাস্বাদন
দুঃখ, জরা, বেদনার কারণ।


জৈবজীবন থেকে মুক্তি আস্বাদনে
আবার শোনালে
বাঁধনছেঁড়ার গান,
ভালোবাসা আর শান্তির জয়গান।


হে অরবিন্দ, লহ মোদের প্রণাম।