দুঃখ জমে জমে মনে পূঞ্জীভূত হয়,
মন ভারী হয়।


মন থেকে দুঃখ চুঁইয়ে চুঁইয়ে হৃদয়ে পড়তে থাকে,
হৃদয় ভারাক্রান্ত হয়।


দুঃখ রক্তবাহিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে,
রক্তের গতি শ্লথ হয়।


মগজে দুঃখ বাসা বাঁধে
অ্যালজাইমার! আত্মবিস্মৃতি!


বাংলা অক্ষরগুলি অস্পষ্ট হয়,
স্বপনে ও জাগরণে।


নবপ্রজন্ম বাংলা লিখতে পড়তে পারেনা!


দুঃখ চুঁইয়ে চুঁইয়ে পড়ে হৃদয়ে,
হৃদয় ভারাক্রান্ত হয়।