সময় বহে যায়
স্মৃতি জমতে জমতে সম্পদের পাহাড় হয়
পান্না হীরে জহরত, অত্যন্ত দামী।


স্মৃতি নিয়ে বাঁচি
মনখারাপের দিনে সুখস্মৃতি খুঁজি
নিভৃতচারী হয়ে স্মৃতিস্মরণে স্বল্পকাল যাপন
হৃদয় প্রশান্ত ছায়ায় হয় শান্ত, পরিতৃপ্ত।


সময় কখনো থামেনা, সময়ের ধর্ম চলতে থাকা/
সময় চলতে থাকে/ আবার আনন্দ,খুশি, দুঃখ,
বেদনা নিয়ে স্মৃতি জমতে থাকে।


তারপর নিজে একদিন স্মৃতি হয়ে যাই,
বেঁচে থাকি এই ধরায় কারো কারো স্মৃতিঘরে।