আর পারছি না - অসহ্য,অসহনীয়
গুমোট দমবন্ধ অবস্থা!


সারাদিন ঘরবন্দী,
বাইরে বেরোলেই নাকমুখ বান্ধি,
শ্বাস নিতে কষ্ট, কথা বললে অস্পষ্ট।


পাখীরা আকাশে বেড়াচ্ছে নিশ্চিন্ত নিঃসংশয়,
গাছের ডালে বসে কলকাকলিতে মুখর সময়।


মন্থর হাওয়ায় গাছের পাতাগুলি নাচছে,
কি সুন্দর ছন্দতালে!


সূর্যের সতেজ আলোয় পাতাগুলি হাসছে,
ঝকঝকে হাসি, সালোকসংশ্লেষণ হচ্ছে।


বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে,
হৃদয়মনে বিদ্রোহের আগুন জ্বলছে।


আর নয় নিয়মবদ্ধ, আঁটোসাঁটো জীবনযাপন,
ফিরে পেতে চাই মুক্তমনা মুক্তজীবন।


ছুটির দিন বিকেলে নিউমার্কেট বা গড়িয়াহাটে,
রকমারি কেনাকাটা,রাস্তার পাশে দাঁড়িয়ে
লস‍্যি, কুলফি, চাটমশালা।


আইনক্সে ছবি দেখা, শপিংমলে উইন্ডোশপিং,
রবীন্দ্রসদনে নাট‍ক,সঙ্গীত, নৃত্যের সম্মেলন।

অলস বিকেলে কফি হাউসের আড্ডাটা  
অনেকদিন আছে যে অধরা।


বিয়ের অনুষ্ঠানে হাজার অতিথির ভীড়ে
ভূরিভোজন,
অনেক দিন পর হাসিখুশি গল্প আড্ডায়
স্বজন।


মন এখন যেতে চায় রঙ্গারুনে,
মেঘপাহাড়ে ঘেরা ছোট্ট গ্ৰাম উত্তরবঙ্গে।


ছ'হাজার ফুট উঁচুতে সবুজ চাবাগানে
ধূসর মেঘের খেলা, চাপাতার গন্ধের মাদকতা।


নীল আকাশ, ঝকঝকে রোদ,
উজ্বল, উত্তুঙ্গ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা,
অতি সমুখেই উদ্ভাসিত;
হেরিতে নয়ন আপ্লুত, বিস্মিত!


এখানেই বিশ্বের উচ্চতম রেলষ্টেশন ঘুমষ্টেশন,
ভ্রমণপিয়াসী মনের স্বর্গষ্টেশন।


আর ভালো লাগছে না,
আর পারছি না।


রঙ্গারুনে যাব,
টাইগার হিলে যাব,
মংপুতে যাব.....


আমি যাব, আমরা যাব......