উঁচুনীচু আকাবাঁকা পথ, শ‍্যামলিমা ছায়া
বনবীথি, সন্ধ‍্যারাগে মাতাল হাওয়া/ চলমান
যাত্রী মোরা।


শিলচর থেকে হাইলাকান্দি হয়ে রামকৃষ্ণনগর,
তারপর চা-বাগান ঘেরা জনপদ দুল্লভছড়া/
বাংলা, মনিপুরী, ভোজপুরীতে মনের কথা
বলে তাঁরা।


কনে বাড়িতে কুঞ্জ সেজেছে ফুলে ফুলে
সানাই বেজে যাচ্ছে তদগত হয়ে -------


সাতচক্কর হল ধীরগমনে
স্বজন সাক্ষী রেখে মালাবদল
প্রজ্জ্বলিত প্রদীপ শিখা
শুভদৃষ্টিতে প্রেম বিনিময়
শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রেমধ্বনি
ধামাইল নৃত‍্য কুঞ্জ সাজাও রে
আত্মার সাথে আত্মার মিলন, বৈকুন্ঠে!


গন্ধপুষ্প শোভিত বাসর, বিতনু বিমল সোহাগী
মন/ রাতজাগা পাখির কলতান, প্রত‍্যুষে সুখনিদ্রা
পরিতোষ প্রতুল।


প্রস্ফুটিত যৌবন, তেজোদীপ্ত আনন্দ সম্ভোগ/
বহমান সৃজনে জাগে প্রাণ, গাহে হর্ষ গান।


একসাথে পথচলা, সুখে দুঃখে অন্তরঙ্গে/
বিগত যৌবন, রসঘন শূন‍্যকাম প্রেম, অক্ষয়
চিরন্তন/ অক্ষম যে মরণ, টুটে অটুট বাঁধন।