মাটির দীপের নম্র আলো,
সে যে চাঁদের মিষ্টি আলো।


ছড়িয়ে পড়ুক গ্ৰামে শহরে,
অট্টলিকায় ও পর্ণকুটিরে।


দূর হয়ে যাক মনের কালো,
নেমে আসুক খুশির আলো।


তমসো মা জ‍্যোতির্গময়,
অন্ধকার থেকে আলোয় গমন।


বাজি বারুদ নয় গো এবার
আলোয় আলোয় মাতি এবার।


না যেন হয়,
বাজির ভীষণ শব্দ বা বারুদের দূষণ গন্ধ।


আকাশ বাতাস থাকে যেন
নির্মল, বিষধোঁয়া মুক্ত।


এবারের দীপাবলী,
হোক শুধু আলোয় আলোয় আলোময়ী -
মর্ত‍্যে পূজিত হয় ভৈরবী শুভঙ্করী।