ব্রহ্মা বসে বসে দেখছেন মর্ত্যলোকের কর্মকাণ্ড। মসৃণ রাস্তা, দীর্ঘ সেতু, সুরম্য অট্টালিকা।
উন্নয়নের জোয়ার!


তড়িৎচুম্বকীয় তরঙ্গে ভেসে আসছে সবচিত্র।
মাঝেমধ্যে ঝড়ঝঞ্ঝায় বিঘ্নিত চলাচল। অস্পষ্ট ছবি।


মনিবের পদপাশে বসে আছে সারমেয়। দেহরক্ষী।
খুশিতে লেজ নাড়ছে।


মনিব ছায়াসঙ্গী দেহরক্ষীকে খুব সুখে রেখেছেন।
প্রাসাদোপম বাড়ী। দেহরক্ষী এখন ধনরক্ষী।


ব্রহ্মার চোখে অত্যাধুনিক মনবীক্ষণ যন্ত্র।
একি! মর্ত্যে মানুষের মনে লোভের কীটগুলো
কিলবিল করছে!


ব্রহ্মার চিত্ত ব্যথিত।


নারদকে ডেকে রামকৃষ্ণের খোঁজ করতে বললেন।
আবার মর্ত্যে পাঠাতে হবে।
পাপে ভরে গেছে দেশ!