ধনতেরস, সম্পদ আহরণের শুভ তিথি
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি।


বিশ্বাসে মেলায় ধনলক্ষ্মী
আজকের দিনে কিনলে
সোনা, হীরা বা চান্দি;
হয় যে সম্পদ বৃদ্ধি।


সোনা, রূপা, হীরা
খাদ মিশে সাজে
অলংকৃতা গয়না।


অলংকারে নারী ভূষিতা
অহংকারে সে যে গর্বিতা।


গয়ণার ডিজাইনে চরম উৎকর্ষতা
এথনিক আর ট্রেন্ডের ভীষণ অন্তরঙ্গতা।


কাঁকনে কুন্দনের কারুকাজ
মোর উৎফুল্লিত মেজাজ।


রক্তে সংস্কৃতির মিলনের ধারা বহমান
সুন্দর, অভিনব সৃষ্টি জায়মান।


পা করে নিশপিশ, মনের আকুলিবিকুলি
রমণীয় রমণীরা আগ্ৰহে উথালিপাতালি।


সন্ধ‍্যারাতে উপচেপড়া ভীড়
স্বর্ণ, রৌপ‍্যের বিপণী
লক্ষ্মী মায়ের পদধূলি।


দূরদূরান্তে গ্ৰামগঞ্জের হাটে
আঁধার নামে, লক্ষ্মীছাড়া মেয়েরা
প্লাষ্টিক পুতির চুড়িমালা কেনে,
ধনতেরসের সন্ধ‍্যায়----


আঁধার নামে,
প্রতি সন্ধ‍্যায়......