বসে আছি ঝুলবারান্দায়,
আকাশের কাছাকাছি দশতলায়।


আজ বুধবার, কলকাতা নগরী তালাবন্দী আবার।
প্রাতঃভ্রমণে বেরিয়ে নিয়ে এসেছি ভোরের কাগজ।


আরাম কেদারায় হেলান দিয়ে ছুটির মেজাজে চোখ বুলাচ্ছি সংবাদ শিরোনামে।


হঠাৎ চোখে পড়ল নীলাকাশে সাদাকালো মেঘের
শৈল্পিক বিচরণ; মাঝে একটি চিল উড়ছে নিঃসীম শূন্যতায়।


আকাশপানে চেয়ে চেয়ে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন মনে হল।


চোখের সামনে ভেসে উঠলো মহাকাশের মনভুলানো রূপ - আন্তর্জাতিক স্পেস ষ্টেশন থেকে ঝাঁপ দিতে দেখলাম দুই মহাকাশচারীকে; আহা! কি বিস্ময়কর অনুভূতি! কি উত্তেজনা!


কিন্তু পরক্ষণেই মনে হল, মেঘের আড়াল থেকে একটি ড্রপলেট বেরিয়ে শনৈ শনৈ আমার দিকে এগিয়ে আসছে - সামনেই আসতেই দেখি ড্রপলেটে বসে আছে একটি লালরঙের করোনা!


ও,মাই গড বলে চেঁচিয়ে উঠতেই তন্দ্রা কেটে গেল,
দেখলাম চোখের সামনে ড্রপলেটও নেই, করোনাও নেই।