সূর্য যথারীতি পশ্চিম আকাশে ঢলে পড়ছে
সাদা আকাশে লাল আভা, মৃদুমন্দ বাতাসে
বেরিয়ে পড়ি সান্ধ্য ভ্রমণে গোলপার্কের দিকে।


রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার
শিবানন্দ হলে, রামকৃষ্ণ অনুরাগীরা সমাগত,
জ্ঞান, প্রেম ও বৈরাগ্যের বাণী, রামকৃষ্ণ মুখ নিঃসৃত
শ্রীম লিখিত রামকৃষ্ণ কথামৃত শ্রবণে।


মায়ের জন্য অপেক্ষায় মেয়ে বসে আছে বিকেলে
কলেজ থেকে এসে, ব্যাঙ্কে গ্ৰাহকসেবা দিয়ে মা
এসেছেন মেয়ের কাছে। কি আনন্দ, মা মেয়ে বেরিয়ে পড়লেন, ঝলমলে আলোয় ভাসছে গড়িয়াহাট মোড়। জিকেবি অপটিক্যালস যেখানে ভিশন হল ফ্যাশন। চোখের তারায় কনট্যাক্ট লেন্স।


তারপর সবাই মিলে বিয়াঙ্কোতে।
ক্যাফে পিৎজেরিয়া রেস্তোরাঁ
একটি টেবিলে তিনজন।
চীনে চিকেন চাউমিন আর ইতালিয়ান কাপ্পুচ্চিনো কফি।
পথের শেষে সবুজ বাড়ি।


মনে পড়ে ভারতের প্রেমের শাশ্বত বাণী
এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত
বসুধৈব কুটুম্বকম।