রক্তক্ষরণ হচ্ছে অনর্গল শরীর থেকে, বন্দুকের গুলি চলেছিল রাস্তার ওপার থেকে।


আকাশে বাতাসে শস্য খেতে নদী জলের কিনারে ঘাপটি মেরে বসে আছে সন্দেহ, আজন্মলালিত বিদ্বেষের বন্দুক গুলি বোমা।


রক্ত দেখে বা রক্তাক্ত লাশ দেখে চেনা যাচ্ছেনা কারা ওরা। লাল রক্তের মধ্যে তো কোনো নাম লেখা থাকে না, বোঝা যাচ্ছে না জিয়ন কালে কোন ভাষায় কথা বলত ওরা, মন্দিরে যেত না গির্জায় যেত!


শুধু বোঝা যাচ্ছে কয়েকটি বিবস্ত্র মানুষের মৃতদেহ শুয়ে আছে রাস্তার পাশে ধানক্ষেতে। বেওয়ারিশ লাশ!


ক্ষমতার কারবারীরা কেউ কিছু করছেনা, শুধু নাটকের সংলাপ আর উচ্চস্বরে চিৎকার। হিসেব চলছে কত ধানে কত চাল। এই দুর্দিনে শুধু জল মাপা চলছে।


(গণ)তন্ত্র সাধনায় আর কত নরবলি চাই তন্ত্রসাধকদের?