এক দশক আগে --------
কোন এক গ্ৰীষ্মের গুমোট সন্ধ‍্যায়
এক ভয়ংকর ঝড় উঠেছিল বাংলার আকাশে
তছনছ হয়ে যায় চারিধার।


ঝড়ের প্রচন্ড দাপটে জনদলনের
জগদ্দল পাথরটি উৎখাত হয়।


গ্লাসনস্তের খোলা হাওয়া বয়ে যায়
সবাই প্রাণভরে শ্বাস নেয়।


এক দশক পর ----------
স্বপ্নভঙ্গের বেদনার হিল্লোল বইছে জনমানসে
কলঙ্কের কল্লোল আছড়ে পড়ছে গণমাধ্যমে
জুগুপ্সার গুঞ্জন গুঞ্জরিত হচ্ছে জনমনে।


আবার গ্ৰীষ্মের আকাশে ঝড় উঠছে
আবার কি গ্লাসনস্ত? পেরেস্ত্রৈকা?